২২ মার্চ সারাদেশে সব ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ

১৭ই মার্চ স্বল্পন্নোত দেশ হতে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বিশেষ এই স্বীকৃতি উদযাপন উপলক্ষে আগামী ২২ মার্চ জাতীয়ভাবে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচিটি বাস্তবায়নে জনগণের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ শহরে-নগরে সকল ধরনের ব্যাক-প্যাকসহ ব্যাগ বহন নিষিদ্ধ করেছে প্রশাসন।

ব্যাগবহন নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এর আগে সরকারের বিশেষ এই কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘২২ মার্চ দেশব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেদিন নাশকতা এড়াতেই এমন সিদ্ধান্ত হয়েছে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আজকাল পিঠে এক প্রকার ব্যাগ বহনের প্রচলন দেখা যাচ্ছে। এটা সাধারণত ছাত্র বা যুবক শ্রেণির ব্যক্তিরা ব্যবহার করে থাকেন। অনুষ্ঠানের দিন ব্যাক-প্যাকসহ কোনো রকম ব্যাগ বহন করতে পারবেন না।’

মন্ত্রী বলেন, ‘ধারলো বস্তু, দাহ্য পদার্থ বা আগুন জ্বলাতে সক্ষম এমন কোন বস্তুও কেউ বহন করতে পারবেন না। সারাদেশে ওইদিন বেশ বড় ধরনের জনসমাবেশ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন ব্যবস্থা নেয়া হচ্ছে।’

‘২২ মার্চ বেলা ৩টার পর অন্য যে কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়। আর যারা একবার প্রবেশ করে ভেতরেই অবস্থান করবেন, তারাও সচিবালয় থেকে বের হতে পারবেন না’ উল্লেখ করেন আসাদুজ্জামান খাঁন কামাল। তবে ২২ মার্চ কি ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।