২৭ ছোবলেই প্রাণ পাখি উড়ে গেল

নাম আবু জারিন হুসেন বসবাস মালয়েশিয়া তিনি একাধারে একজন অগ্নি নির্বাপক কর্মী সেই সাথে বিখ্যাত এক সাপুড়েও বটে। আবু জারিন হুসেন বিখ্যাত বা কুখ্যাত বিষধর কিং কোবরাদের সাথেই তার বসবাস ছিল।

মালয়েশিয়া প্রায় ২৬ প্রজাতির সাপ দেখা যায়। এদের মধ্যে এমন প্রজাতির কিছু সাপ রয়েছে যার ছোবলে মৃত্যু অনিবার্য । এই সাপ ধরার কাজ আব্য শিখেন তার বাবার কাছ থেকে। একজন অগ্নি নির্বাপক কর্মী হিসাবে আবু সাপ ধরার কাজো করতেন।

আবুর মুখ থেকেই শোনা প্রায় ২৬ জীবনঘাতি ছোবল খেয়েছে আবু কিন্তু বার বার মৃত্যুর কোল থকে ফিরেও এসেছেন। কিন্তু এবার ঘটে গেল অন্য ঘটানা সাপুরে নাকি সাপের কামড়ে মরে তারই প্রমাণ হল। ২৭ তম ছোবলেই প্রাণ হারালেন আবু তাও আবার নিজের পোষ্য কোবরার কামড়ে।