৩ ক্রিকেটারকে রেখেই শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল!

শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছর উদযাপন উপলক্ষে কলম্বোর মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। ৬ মার্চ ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এ সিরিজের। আর আসন্ন এ সিরিজে যোগ দিতে আজ বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ ক্রিকেট দল।

তবে পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণ করা মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও সাব্বির রহমানকে ছাড়াই ১৩ সদস্যের দল নিয়ে কলম্বো পৌঁছায় বাংলাদেশ। আবুধাবি থেকেই এই তিনজনের শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ৬ মার্চ উধোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ভারত। এরপর ৮ মার্চ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। টুর্নামেন্টের একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।