৪৫০ মিটার দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু

স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান এখন ৪৫০ মিটার। আজ রোববার সকাল ৭টা ৩০মিনিটে ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপরে স্প্যানটি তোলার কাজ শুরু হলেও কাজ শেষ হয় সকাল ৯টায়।

পূর্বেই তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরার প্রান্তে আনা হয় এবং ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি আসে শনিবার রাতে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের
মধ্যে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। এর দেড় মাসের ভেতরে বসেছে তৃতীয় স্প্যানটি। মাওয়া প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত রয়েছে আরো চারটি স্প্যান।