৪ উইকেট হারিয়ে মহাবিপদে শ্রীলঙ্কা!

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জিতলেই ফাইনাল। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে এই স্টেডিয়ামে টানা দুই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।

নিদাহাস ট্রফিতে আজ বাঁচামরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ী দল নাম লেখাবে ফাইনালে। আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

ইনজুরি থেকে ফিরেই জ্বলে উঠলেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান। ব্যক্তিগত ৪ রানে সাব্বিরকে ক্যাচ দিয়ে সাকিবের বলে সাঝঘরে ফিরলেন গুনাথিলাকা। এরপরেই আঘাত হানলেন মোস্তাফিজ। ব্যক্তিগত ১১ রানে সৌম্যকে ক্যাচ দিয়ে মোস্তাফিজের বলে ফেরেন কুশল মেন্ডিস। এরপর ৫ রানে রান আউট হয়ে ফেরেন থারাঙ্গা। রানের খাতা না খুলেই মোস্তাফিজের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন শানাকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫ রান।