৯০তম অস্কারে সেরা ছবি দা শেপ অফ ওয়াটার

৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার প্রদান শুরু হয়ে গেছে। ডানরিক, দা শেপ অফ ওয়াটার, কল মি বাই ইওর নেম সহ একাধিক ছবির মধ্যে চলছে সেরার সেরা হওয়ার লড়াই। ইতিমমধ্যে সেরা সহ অভিনেত্রী হিসেবে অ্যালিসন জানি ও সেরা সহ অভিনেতা হিসেবে স্যাম রকওয়েলের নাম ঘোষণা হয়েছে।

এখনও পর্যন্ত অস্কার পেয়েছেন যাঁরা : বেস্ট পিকচার দা শেপ অফ ওয়াটার। বেস্ট ডিরেক্টর গিলেরমো দেল তরো, দা শেপ অফ ওয়াটার।

বেস্ট অ্যাক্টর – গ্রে ওল্ডম্যান, ডার্কেস্ট আওয়ার। বেস্ট অ্যাক্ট্রেস- ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড, থ্রি বিলবোর্ডস আইটসাইড এবিং, মিসৌরি। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস – আই, তোনিয়া ছবির জন্য পেয়েছেন অ্যালিসন জেনি। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর – থ্রি বিলবোর্ডস অ্যাডটসাইট এবিং, মিসৌরির জন্য পেয়েছেন স্যাম রকওয়েল

বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে – গেট আউট। বেস্ট অ্যাডপ্টেড স্ক্রিন প্লে- কল মি বাই ইওর নেম। বেস্ট অ্যানিমেটেড ফিচার- কোকো। বেস্ট ডকুমেন্ট্রি শর্ট – হেভেন ইজ় আ ট্র্যাফিক জাম অন দা ৪০৫। বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম- আ ফ্যান্টাস্টিক উইম্যান। বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- ডার্কেস্ট আওয়ার।

বেস্ট ফিল্ম এডিটিং – ডানরিক। বেস্ট ভিজ়ুয়াল এফেক্ট – ব্লেড রানার ২০৪৯। বেস্ট শর্ট ফিল্ম – দা সাইলেন্ট চাইল্ড। বেস্ট প্রোডাকশন ডিজ়াইন – দা শেপ অফ ওয়াটার। বেস্ট সিনেমাটোগ্রাফি – ব্লেড রানার। বেস্ট কস্টিম ডিজ়াইন – ফ্যান্টম থ্রেড। বেস্ট সাউন্ড এডিটং – ডানরিক। বেস্ট সাউন্ড মিক্স – ডানরিক।