বৃষ্টির আনাগোনায় বাঁধা হয়ে দাড়াতে পারেনি বেশি শতক হাঁকানোর রেকর্ডটা গড়াই। কারণ এখন বেশি শতক হাঁকানোর রেকর্ডটা উইলিয়ামসনেরই। অকল্যান্ডে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটায় ছিল বৃষ্টির আনাগোনা।
ইডেন পার্কে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনে মাঠে খেলা হয় ২১.১ অভারের। তবে দিন শেষে কিউইদের সংগ্রহটা ২২৯ রান, ৪ উইকেট হারিয়ে। তাদের লিড দাড়িয়েছে ১৭১ রানে। ১৭টি শতক নিয়ে এত দিন উইলিয়ামসন ছিলেন মার্টিন ক্রো আর রস টেলরের সঙ্গে কিউই টেস্ট ইতিহাসের সর্বোচ্চ শতকের তালিকায়। এবার ১৮ সেঞ্চুরি নিয়ে ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

তবে শতক তুলে ফিরে গেছেন উইলিয়ামসন। ফিরে যাওয়ার আগে ২২০ বলে করেছেন ১০২ রান।