যেসকল গ্রেট খেলোয়ার ক্যারিয়ারে কোন শিরোপা জিতেনি

১. অ্যাথলেটিকো বিলবাওয়ের হয়ে ৪০০ এর বেশি ম্যাচ খেলেও কোন শিরোপা জিতেননি জুলিয়েন গুয়েররো।

২. ইংলিশ লিগের সেরা ফরোয়ার্ড হ্যারি কেন কোন শিরোপা জিতেনি।

৩. ইতালিয়ান লিগে ক্যারিয়ার শেষ করা ডি নাটালে কোন শিরোপাই জিতেনি। ৬০৬টি ম্যাচ খেলেছেন ক্লাবে।

৪. ভ্যালেন্সিয়ার লিজেন্ড ক্যাপ্টেন ফার্নান্দোও থাকেন শিরোপা শুন্য।

৫. ইন্টার মিলানের গোল মেশিন ইকার্দিও শিরোপা শুন্য।

৬. লাজিও লিজেন্ড সিগনুরি তার ক্যারিয়ারে কোন শিরোপা জিতেনি। অথচ সে যাওয়ার পরের বছরই শিরোপা জিতে দলটি।

৭. সাউদাম্পটনের ১৬ মৌসুম খেলেছেন। বড় বড় ক্লাবের অফার ফিরিয়ে দিয়েছেন। কিন্তু অবসরের সময় তার ক্যারিয়ারে নেই কোন শিরোপা। তার নাম লি টিসার।

৮. অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা কারাস্কো এখনো ট্রফি শুন্য।

৯. রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাথলেটিকো বিলবাওয়ে নাম লিখিয়েছিলেন। কিন্তু তাও জিতেনি শিরোপা।

১০. বোরজা ভালেরো খেলেছেন ভিলারিয়াল, ইন্টার মিলান, ফিওরেন্তিনা। কিন্তু এখনো তিনি শিরোপা শুন্য।