আইপিএলে এবার ভাগ্য বদলাতে গেইল-মিলারদের শক্তিশালী পাঞ্জাব!

আগামী ৭ এপ্রিল পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১১ তম আসরের। এবারের আইপিএল আসরের শিরোপার লক্ষ্যে বেশ শক্তিশালী দল গড়েছে বার বার ব্যর্থ হওয়া কিংস ইলেভেন পাঞ্জাব। এরই মধ্যে দল গুছিয়ে নিয়ে শিরোপার পরিকল্পনা শুরু করে দিয়েছে দলটি। আগামী ৮ এপ্রিল নিজেদের উদ্ধোধনী ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের মুখোমুখি হবে দলটি।

দলটির অধিনায়ক হিসেবে রয়েছেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও দলটিতে রয়েছেন ক্রিস গেইল-অ্যারন ফিঞ্চ-ডেভিড মিলারের মতো বেশ কয়েকজন বিশ্বসেরা ক্রিকেটার। ম্যাচের ফলাফল পরিবর্তনে তাদের ভূমিকা অপরিসীম।

অনেকের মতে এবারের আসরে বড় চমক দিতে পারে দলটি। কারণ রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে এবারের আসরে শিরোপা জেতার অন্যতম দাবিদার বলা হচ্ছে পাঞ্জাবকে। এক নজরে দেখে নিন কিংস ইলেভেন পাঞ্জাবের তারকাদের-

স্কোয়াড:
ব্যাটসম্যান: অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলার, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল।

উইকেটকিপার-ব্যাটসম্যান: আকাশদীপ নাথ, লোকেশ রাহুল।

অলরাউন্ডার: ক্রিস গেইল, অক্ষর প্যাটেল, মনজুর দার, মার্কাস স্টনিস, প্রদীপ সাহু, যুবরাজ সিং।

বোলার: রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অ্যান্ড্রু টাই, বরিন্দর স্রান, বেন ডারশুইস, মায়াঙ্ক ডাগর, মোহিত শর্মা, মুজিব-উর রহমান।