আইপিএল খেলতে উড়াল দিলেন কাটার মাষ্টার

নিদাহাস ট্রফির হারের বেশ কদিন কেটে গেলো। বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএল এর সময় হয়ে এসেছে তাই উরাল দিলেন ভারতের উদ্দেশে। বাংলাদেশের এই কাতার মাষ্টার ০১৬ সালে প্রথমবার আইপিএলে খেলতে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। সেই সময় ১৬ ম্যাচে নিয়েছিলেন মোট ১৭ ইউকেট। তবে এবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলে কি করতে পারেন সেটাই দেখার বিষয়।

জেট এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকা ছেড়ে যান তিনি। দেশ ছাড়ার আগে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আইপিএলের সময় হয়ে গেছে, ভারতে যাচ্ছি। মুম্বাই ইন্ডিয়ানস স্কোয়াডে যোগ দিতে আর তর সইছে না!

বাংলাদেশের আরেক খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হাসানও আইপিএলে খেলবেন। তিনি যাবেন ২ এপ্রিল। এবার তিনি খেলবেন নতুন দল হায়দরাবাদের হয়ে। এর আগে বেশ কয়েক মৌসুম সাকিব খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।