‘খুব কষ্ট পাই যখন দেখি আমাকে বাদ পড়া ক্রিকেটারদের সাথে তুলনা করা হচ্ছে’

একসময় বাংলাদেশ দলের ওপেনিংয়ে ডান হাত ছিলেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী। ধীরে ধীরে জায়গাও স্থায়ী করে ফেলেন জাতীয় দলে। কিন্তু সেই জায়গাটি পাকাপোক্ত করতে পারেন নি জুনায়েদ। তবে এখনো খেলে যাচ্ছেন ক্রিকেট।

তবে জুনায়েদের আফসোসের জায়গা একটিতেই। তাকে মিলানো হ্য় সাবেক ক্রিকেটারদের সাথে। এই ব্যাপারে জুনায়েদ একটি বেসরকারি গনমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন ,’‘আক্ষেপ নেই এটি সত্যি, তবে মাঝে মাঝে কষ্ট পাই। যখন দেখি আমার নামের পাশে অনেক সংবাদমাধ্যমে লেখা হয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার। কিভাবে সাবেক হলাম? এখনো তো খেলেই যাচ্ছি।’

জুনায়েদ আরো বলেন ,’‘এটি খুব খারাপ লাগে। সাবেক হতে পারেন আকরাম ভাই, নান্নু ভাইরা। আমিতো এখনো জাতীয় দল থেকে অবসর নেইনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছি। যারাই লিখেন একটু জেনে লিখলে ভালো হয়।’