মেসি এখনো পেলে ম্যারাডোনার সমপর্যায়ে যায়নি- কার্লোস বিলার্দো

বর্তমান বিশ্বে যদি বলা হয় কোন ফুটবলার সবচেয়ে বেশি জনপ্রিয় তাহলে সবার আগে উঠে আসবে মেসির নাম। আর সেই মেসিকেই তুলনা করা হয় ফুটবল বিশ্বের অনান্য নক্ষত্র পেলে-ম্যারাডনাদের সাথে। কিন্তু মেসি পেলে ম্যারাডোনার সমপর্যায়ে নয়। তা জানিয়েছে স্বয়ং মেসির দেশ আর্জেন্টিনার ফুটবলার কার্লোস বিলার্দো।

ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিলার্দো বলেন, ‘মেসিকে সব সময় ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়, তবে তার পর্যায়ে পৌঁছাতে হলে মেসির আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে হবে।’

বিলার্দো জানান, ‘আর্জেন্টিনার এবার ভালো সুযোগ রয়েছে। তবে মেসিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া প্রয়োজন, কোনো ডিফেন্সিভ বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া যাবে না। দল এখন শক্তিশালী এবং ২০১৪ সালের চেয়েও ভালো অবস্থানে থেকে যেতে পারবে, যখন আমরা জিতবো। আমরা জার্মানির চেয়েও ভালো।’