মৌমাছির কারণে প্রাণে রক্ষা পেল শন মার্শ!

ঘটনাটি জোহানেসবার্গ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চলতি টেস্টের দ্বিতীয় দিনের ঘটেছে। মৌমাছির কামড়ের কারণে প্রাণে বেঁচে গেল ব্যাটসম্যান। আর এই ঘটনায় জড়িত ছিলেন অজি ব্যাটসম্যান শন মার্শ, প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ও উইকেটকিপার কুইন্টন ডি কক এবং একটা মৌমাছি।

অস্ট্রেলিয়ার হয়ে নিজেদের প্রথম ইনিংসে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন শন মার্শ। প্রোটিয়া স্পিনার মহারাজের একটি বল মার্শের ব্যাটের কর্ণারে লেগে তা পিছনে উইকেটকিপার ডি ককের কাছে চলে যায়। কিন্তু বলতে ধরতে গিয়ে তিনি নিচু হলেও হটাৎ হেমে যান এবং বাঁ-হাতের উপরের দিকে মনোযোগ দিয়ে রাখেন।

বলের দিকে মনোযোগ নেই বললেই চলে। এরপর বুঝা যায় আসল ঘটনা। তিনি হাত দিয়ে ঝেড়ে মৌমাছি ফেলছেন, হাত থেকে এর হুলটি বের করার চেস্টা করছেন আর অন্যদিকে বলটি চলে যায় তার আয়ত্বের বাইরে। বলতে গেলে মৌমাছির কারণে স্টাম্পিং হয়ে উইকেট বিসর্জন দেয়ার বদলে বেঁচে গেলেন মার্শ। তবে এর পর ১ রান যোগ করেই মহারাজের বলেই দ্বিতীয় স্লিপে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।