ম্যারাডোনার পর্যায়ে যেতে মেসিকে অবশ্যই বিশ্বকাপ জিততে হবে

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছেই পৌছেছিলেন মেসি। কিন্তু শিরোপা দেয়নি ধরা। ফাইনালে জার্মানীর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়। ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালেও একই ভাবেই হতাশ হতে হয় মেসিদের।

এতসব কিছুর পরও বার্সালোনায় সাফল্য এবং ব্যক্তিগত শিরোপা ও সম্মানের জন্য অনেকেই ৩০ বছর বয়সী মেসিকে ডিয়াগো ম্যারাডোনার সাথে তুলনা করেন। তবে ১৯৮৬ সালে ম্যারাডোনাদের নেতৃত্ব দেয়া আর্জেন্টিনা কোচ কার্লোস বিলার্দো মনে করেন, ম্যারাডোনার পর্যায়ে যেতে হলে মেসিকে অবশ্যই বিশ্বকাপ জিততে হবে।

ব্রাজিলের দৈনিত ফোলহা ডি সাও পালোকে দেয়া সাক্ষাৎকারে এই বিশ্বকাপ জয়ী কোচ বলেন, ম্যারাডোনার সাথে মেসির সবসময় তুলনা হচ্ছে। তবে এই পর্যায়ে পৌছতে হলে তাকে বিশ্বকাপ জিততেই হবে।

আসন্ন রাশিয়া বিশ্বকাপে মেসিদের বিশ্বকাপের সুযোগ আছে বলে উল্লেখ করে বিলার্দো বলেন, রাশিয়াতে তাদের সুযোগ আছে। তবে মেসির স্বাধীনতা প্রয়োজন এবং কোন প্রতিরক্ষামুলক বাধ্যবাধকতা ছাড়াই। ২০১৪ সাল থেকে এই আর্জেন্টিনা সেরা। সেবার ফাইনালে জার্মানীর থেকে আমরাই ভালো দল ছিলাম।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বে মুখোমুখি হবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার।