শচীনকে প্রশংসায় ভাসিয়ে এবার যা বললেন নরেন্দ্র মোদি!

ভারতীয় সাবেক তারকা ওপেনার শচীন টেন্ডুলকার তার উদারতার কারণে বিশ্ব ক্রিকেটে খুবই সমাদৃত একজন মানুষ হিসেবেই পরিচিত। হোক না সেটা মাঠে ব্যাট হাতে রান করার সময় অথবা সেটা মানুষকে সাহায্য করার সময়। এবার এমনই এক মহৎ কাজ করলেন এমপি শচীন।

২০১২ সালে ভারতের রাজ্যসভায় এমপি হিসেবে মনোনীত করা হয়েছিল সাবেক এই গ্রেট ক্রিকেটারকে। সম্প্রতি রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) হিসেবে তিনি তার সময়কাল শেষ করেছেন। আর এর আগে তিনি এ সময়ে যা উপার্জন করেছেন তার পুরো বেতনভাতায় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দান করে গেছেন।

গত ছয় বছরে এই দায়িত্ব পালন কালে তিনি সম্মানী হিসেবে ৯০ লাখ রুপি উপার্জন করেছেন। আর এই দায়িত্ব শেষ হবার ঠিক আগেই তিনি এই অর্থ ত্রাণভান্ডারে দান করেছেন। আর এর স্বীকৃতিস্বরূপ এই কিংবদন্তিকে প্রশংসায় ভাসিয়ে একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ প্রসঙ্গে শচীন নিজের ভাষায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী এই চিন্তাশীল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুর্দশাগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এই অবদান অত্যন্ত উপকারে আসবে।’