‘স্মিথ যদি ভারতীয় হতো তাহলে তেমন কিছুই হতো না’

বল ট্যাম্পারিং কান্ডে এরই মধ্যে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিকে ৯ মাসের জন্য নিষেধাজ্ঞায় রয়েছেন ক্যামেরুন ব্যানক্রফ্ট। যদিও এ ঘটনায় আইসিসি স্মিথকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ম্যাচ ফির একশো শতাংশ কেটে নেয়। কিন্তু অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।

তবে স্মিথ যদি কোনো ভারতীয় ক্রিকেটার হতো অর্থ্যাৎ এমন কাণ্ড যদি কোনো ভারতীয় ক্রিকেটার করত তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড এমন বড় সিদ্ধান্ত নিতে পারত না। আর এমনটিই মনে করছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রশ্ন হলো, যদি ভারতীয় দলের কোনও মহাতারকা ক্রিকেটার এই একই অপরাধ করতেন তবে কি বিসিসিআই তাকে একবছরের সাসপেন্ড করতে পারত?’

সামির উদাহরণ টেনে এনে তিনি বলেন, ‘পাঁচটি জামিন অযোগ্য ধারায় মোহাম্মদ সামির বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা করেছে। অথচ বোর্ড তার পাশেই থাকছে। এমনকি সামিকে আইপিএল খেলার অনুমতিও দিয়েছে। অথচ স্মিথ-ওয়ার্নারদের প্রত্যেকের ২০ কোটি টাকার বেশি ক্ষতি হবে।’