মুক্তামণির শেষে ইচ্ছা যা ছিল

বুধবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে মৃত্যু হয় মুক্তামণির।

বিরল রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তামণির শেষে চাওয়া পূরণ করেছে তার পরিবার। তার ইচ্ছা অনুযায়ী তাকে তার দাদার কবরের পাশে দাফন করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

মুক্তামণির চাচা ওসমান গনি জানান, মুক্তামণি তার দাদার আদরের ছিল। সেও দাদাকে ভালোবাসতো। মুক্তামণি যখন ঢাকায় চিকিৎসাধীন, তখন তার দাদা মারা যান।

তিনি আরো বলেন, চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পর মুক্তামণি দাদার কবর দেখতে চাইতো। তখন হুইল চেয়ারে করে দাদার কবর দেখিয়ে আনা হতো। কয়েকদিন আগে থেকে মুক্তামণির অবস্থা খারাপ হতে থাকে। তখন সে বলতো- ‘আমি যদি মারা যাই, আমাকে যেন দাদার কবরের পাশে দাফন করা হয়।’