পিল খাওয়ার ব্যাপারে অবলম্বন করতে হবে যেসব নিয়ম

অনাখাঙ্খিত গ্ররভধারন এরাতে অনেকেই পিল ব্যবহার করে থাকেন। কিন্তু পিল যতোটা না কার্যকারি ঠিক ততোটা না একজন নারীর জনয ক্ষতিকর। তাই পিল খাওয়ার ক্ষেত্রে অবলম্বন কতে হয় কিছু বিষয়।

পিরিয়ডের সমস্যা:সব থেকে বেশি যে সমস্যা হতে পারে, তা হল পিল শুরু করার পর পিরিয়ডের ধরণ বদলে যাওয়া। এই নিয়ে অকারণ বিভ্রান্ত হবেন না। ভয় পেয়ে জন্মনিরোধক পিল ব্যবহার বন্ধ করে দেবেন না।

পিরিয়ড না হলে:ভালো করে ভেবে দেখা দরকার পিল খেতে কি কখনো ভুলে গিয়েছিলেন? বা সম্প্রতি পেটের গণ্ডগোল বা বমি হয়েছিল কি না। তবে জন্মনিরোধক পিল বন্ধ করা চলবে না। ২১ দিন খেয়ে ৭ দিন বন্ধ রেখে আবার ২১ দিন খেতে হবে।

বমি বমি ভাব:জন্মনিরোধক পিল খেলে বমি বমি ভাব হতে পারে। সমস্যা এড়াতে কিছু খাবার খেয়ে বা শোওয়ার আগে পিল খান। এই রকম ক্ষেত্রে কম ডোজের পিল নিলে সুবিধে হয়। সঙ্গে বমি ভাব কমানোর ওষুধ কিছু দিন খেতে হবে।