নওগাঁয় ঐতিহ্যবাহী বদন খেলা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে ও পিকেএসএফ এর সহযোগিতায় তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী বদন খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৬টায় নওগাঁ সদরের তারতা মাঝির মোড় বটতলায় গ্রাম বংলার ঐতিহ্যবাহী বদন খেলা প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মৌসুমীর প্রধান নির্বাহী মো: হোসেন শহীদ ইকবাল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের বাংলা প্রভাষক রেশমা পারভিন, তারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রকল্প তারিকুল ইসলাম সাধন, মৌসুমী কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান দিদার প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ২টি রঙিন টেলিভিশন প্রদান করা হয়। উল্লেখ্যঃ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় (২৩,২৪ ও ২৫) জুন তিন দিনব্যাপী বদন খেলা প্রতিযোগীতায় ৮টি গ্রামের ৮টি দলের অংশগ্রহনের মাধ্যমে খেলাটি সম্পূর্ণ হয়েছে। গতকাল সোমবার চূড়ান্ত প্রতিযোগীতায় কুশাডাঙ্গা মিষ্টি বাড়ী (চাম্পিয়ন) ও পিরোজপুর (রানার্স আপ) হিসেবে নির্বাচিত হয়েছে।