কর্ণফুলীতে মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশী অভিযান

চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে চোরাই, অবৈধ, কাগজপত্রবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযানে নেমেছে কর্ণফুলী থানা পুলিশ।

গত ২০জুন বুধবার বিকেল হতে উপজেলার মইজ্জারটেক চৌরাস্তা মোড় এলাকায় এ অভিযান শুরু করে থানা পুলিশ। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত একঘণ্টা এ অভিযান চলে।

এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কর্ণফুলী থানার চৌকস পুলিশ কর্মকর্তা (ওসি তদন্ত) ইমাম হাসান । এ অভিযানে সহযোগিতা দিচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

ওসি তদন্ত ইমাম হাসান সংবাদমাধ্যমকে বলেন, কর্ণফুলীতে অনেক মোটর সাইকেল চলছে যেগুলোর কাগজপত্র সঠিক নয়। চোরাই মোটর সাইকেলও চলছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সাংবাদিক নন,এমন অনেকে প্রেস স্টিকার লাগিয়ে মোটর সাইকেল চালাচ্ছেন। আমরা এ ধরনের মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযানে নেমেছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত পাঁচদিন ধরে এ অভিযান চলছে। আর এ পর্যন্ত অভিযানে ১০০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মোটর সাইকেলের বিরুদ্ধে এ অভিযান কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।