নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, ‍উদ্ধারে অভিযান শুরু

নিখোঁজ শ্রাবণ বরগুনার বামনা উপজেলার ডুসখালী গ্রামের জোমাদ্দার বাড়ির মো.মাইনউদ্দিনের ছেলে। তারা ঢাকা শ্যামপুর থানায় বসবাস করে। তার বাবা বাসের চালক হিসেবে কাজ করেন। শ্রাবণ ঢাকায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে- কাকচিড়া এলাকার আব্দুল কাদের মিয়ার মেয়ে তাসলিমা তার ছেলেদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। তাসলিমার তিন ছেলের মধ্যে মেঝ ছেলে শ্রাবণ আরও তিন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। কাকচিড়া লঞ্চঘাটের পাশের ঘাটলায় গোসল করার সময় জোয়ারের পানির প্রবল চাপে শ্রাবণ ভেসে যায়। এ সময় শিশুরা চিৎকার দিলে লোকজন এসে খুঁজলেও শ্রাবণকে পাওয়া যায়নি।

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু জানান, আব্দুল কাদের মিয়ার মেয়ে তাসলিম ও তার স্বামী মাইন উদ্দিন তিন ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। সকালে নানার বাড়ি বেড়াতে আসে তারা। এরপর শ্রাবণ নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আমরা দ্রুত পরিষদের পক্ষ থেকে স্থানীয়দের নিয়ে শিশুটির খোঁজ করছি। এখন নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ট্রলার নিয়ে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসকের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটিকে উদ্ধারে বরিশাল থেকে ডুবুরি রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাথরঘাটা স্টেশনের ফায়ারম্যান মো. কামাল হোসেন বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বরিশালের ডুবুরিদল উদ্ধারের জন্য কাকচিড়ার উদ্দেশে রওনা হয়েছে ।