নাটোরের বাগাতিপাড়া কে শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা হিসবে ঘোষণা করেছেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন। বৃহস্পতিবার (২৮জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এ সময় প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন তার বক্তব্যে বলেন, সোনার দেশ গড়তে দরকার সোনার মানুষ। স্কাউটের মাধ্যেমে গড়ে তোলা যায় সোনার মানুষ। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ করার লক্ষে বাগাতিপাড়া উপজেলায় শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রম জোরদার করণ ও স্কাউট উপজেলা হিসেবে বাগাতিপাড়া কে ঘোষণা করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ শাহানুর আলম, জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউট জেলা সহ-সভাপতি রমজান আলী আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল্লা আল মামুন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ।

সমাবেশে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের চল্লিশ, মাদ্রাসা সাত ও প্রথামিক বিদ্যালয়ের ৫৬œ সহ মোট ১শ’ত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ গ্রহন করেন।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।