পিরোজপুরে আনসার ও ভিডিপি‘র সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভাগীয় পরিচালক মোল্লা আমজাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মো. ফারুক আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপি‘র জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা প্রমুখ।

সমাবেশ সফল করতে জেলা ও উপজেলার আনসার ও ভিডিপির ৩শ জন সদস্য-সদস্যাবৃন্দ ও জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অন্যান্য জেলার চেয়ে পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ বিষয়ে বক্তরা আরো বলেন অনৈতিক কাজ বন্ধ করতে পুলিশের সাথে গ্রামা লের সাধারন মানুষসহ সমাজের সকল পেশাজীবিদের সাথে একটি সমন্বয় করে একত্রে কাজ করতে হবে।