রাবিতে রোভার স্কাউটিং’র বৃক্ষরোপণ কর্মসূচি

রাবি প্রতিনিধি: বাংলাদেশ রোভার স্কাউটিং এর এক’শ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি এলাকায় রাজশাহী জেলা রোভারের ব্যবস্থাপনায় একশ’টি বৃক্ষ রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল কাদির, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, সহকারী জেলা প্রশাসক জেনারেল মো. সালাহ উদ্দীন, রোভার স্কাউট গ্ররুপের রাবি শাখার সম্পাদক নাছিম রেজাসহ রাজশাহী জেলা রোভারের সমস্ত ইউনিট, রোভার স্কাউট নেতা ও রোভারবৃন্দ।

প্রসঙ্গত, এ কর্মসূচির সার্বিক সহযোগিতায় করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্ররুপ।