ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

ঠাকুরগাঁও জলো প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে ঠাকুরগাঁও সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালা হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস, ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।

ডা. খয়রুল কবির বলেন, বাংলাদেশে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধে ঠাকুরগাঁওসহ সারাদেশে আগামী ১৪ জুলাই থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৪শ ৯৪ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮৩ হাজার ২শ ১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।