৫১ শুল্ক কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি

বেনাপোল,প্রতিনিধিঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন কাস্টম হাউজ, এক্সাইজ, ভ্যাট, বন্ড কমিশন, শুল্ক গোয়েন্দাসহ বিভিন্ন দপ্তরের ৫১ জন শুল্ক কর্মকর্তাকে বদলি করেছে। এদের মধ্যে অতিরিক্ত কমিশনার পদে ২৫ জন, যুগ্ম কমিশনার পদে সাতজন ও উপ কমিশনার পদে ১৯ জন রয়েছেন। ১৯ জন উপ কমিশনারকে যুগ্ম কমিশনার (চলতি দায়িত্ব) পদে পদোন্নতিও দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরের বাজেট পাশের পর এই রদবদল রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শামসুদ্দীন স্বাক্ষরিত সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি মঙ্গলবার (১০ জুলাই) জারি করা হয়। তবে তা বুধবার বিভিন্ন কাস্টম হাউজে এসে পৌঁছায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনুসৃত ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর আওতায় বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অতিরিক্ত কমিশনার হিসেবে যে সব কর্মকর্তাকে বদলি করা হয়েছে তারা হলেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক) হোসাইন আহমেদকে চট্টগ্রাম বন্ড কমিশনারেটে, ঢাকা (পশ্চিম) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার বেগম তাসমিনা হোসেন লুনাকে ঢাকা (উত্তর) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার শওকত আলী সাদীকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব, ঢাকা (পূর্ব) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মুহম্মদ জাকির হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমিতে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে,

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার একেএম মাহবুবুর রহমানকে ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানকে চট্টগ্রাম কাস্টম হাউজে, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং অ্যাকাডেমির অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ রাশেদুল আলমকে ঢাকা কাস্টম হাউজে অতিরিক্ত কমিশনার হিসেবে, জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনলাইন প্রজেক্টের অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব (শুল্ক) কাজী তৌহিদা আখতারকে ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা কাস্টম হাউজ আইসিডি, কমলাপুরের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল হাকিমকে ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জুয়েল আহমেদকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (শুল্ক) ও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন হিসেবে,

চট্টগ্রাম কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. নাহিদা ফরিদীকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (শুল্ক) ও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন হিসেবে, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার ম. সফিউজ্জামানকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব হিসেবে, ঢাকা বৃহৎ করদাতা ইউনিট- মূল্য সংযোজন করের অতিরিক্ত কমিশনার মো. কামরুজ্জামানকে চট্টগ্রাম কাস্টম হাউজে, ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসানকে ঢাকা কাস্টম হাউজ আইসিডি, কমলাপুরে,

যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. তাসনিমুর রহমানকে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে, ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মুহম্মদ জিয়াউদ্দীনকে খুলনা কাস্টমসের আওতায় মংলায়, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার মো. জাকির হোসেনকে ঢাকা কাস্টম হাউজে, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (শুল্ক) অরুণকুমার বিশ্বাসকে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার,

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নানকে ঢাকা পানগাঁও কাস্টম হাউজে, ঢাকা (উত্তর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার এস এম সোহেল রহমানকে যশোরের বেনাপোল কাস্টম হাউজে, ঢাকা কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার শামীম আরা বেগমকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (মূসক) ও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন হিসেবে, চট্টগ্রাম কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফি উদ্দীনকে ঢাকা বৃহৎ করদাতা ইউনিট- মূল্য সংযোজন করে, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মিয়া মো. আবু ওবায়দাকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. বশীর আহমেদকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে।

যুগ্ম কমিশনার হিসেবে যে সব কর্মকর্তাকে বদলি করা হয়েছে তারা হলেন, ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের যুগ্ম কমিশনার মিত্র প্রমীলা সরকারকে ঢাকা কাস্টম হাউজে, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব শুল্ক মোহা. মসিউর রহমানকে ঢাকা নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন করের যুগ্ম পরিচালক হিসেবে, ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মুহা. মাহবুবুর রহমানকে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. নেয়ামুল ইসলামকে ঢাকা কাস্টম হাউজ আইসিডি, কমলাপুরে, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. সফিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব হিসেবে, যশোরের বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আবুল আ‘লা মোহাম্মদ আমীমুল ইহসান খানকে ঢাকা বৃহৎ করদাতা ইউনিট- মূল্য সংযোজন করে, চট্টগ্রাম কাস্টম হাউজের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুলকে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে।

এছাড়া উপ কমিশনারদের মধ্যে যে ১৯ জনকে যুগ্ম কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে তারা হলেন, ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামকে বেনাপোল কাস্টম হাউজে, মংলা কাস্টম হাউজ খুলনার উপ কমিশনার মোহাম্মদ সেলিম শেখকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদাতকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূসক) মো. মিলন শেখকে ঢাকা (উত্তর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (শুল্ক) তফছির উদ্দিন ভ‚ঞাকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের উপ কমিশনার মো. তোফায়েল আহমেদকে একই কমিশনারেটে, ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার মোহাম্মদ মিনহাজ উদ্দিন

পাহলোয়ানকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (শুল্ক) মো. জিয়াউর রহমান খানকে একই স্থানে যুগ্ম কমিশনার/ প্রথম সচিব হিসেবে, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের উপ কমিশনার মো. মশিউর রহমানকে চট্টগ্রাম কাস্টম হাউজে, ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. রুহুল আমিনকে একই স্থানে যুগ্ম কমিশনার/ প্রথম সচিব ও ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন হিসেবে, চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার আব্দুল রশীদ মিয়াকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের উপ কমিশনার সাধনকুমার কুন্ডুকে চট্টগ্রাম কাস্টম হাউজে,

ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার তানজিনা রইসকে ঢাকা (পশ্চিম) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, যশোরের বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার শাকিলা পারভীনকে পদোন্নতি দিয়ে একই স্থানে, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের উপ পরিচালক রোজিনা পারভীনকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের যুগ্ম পরিচালক হিসেবে, ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামকে মংলা কাস্টম হাউজ, ঢাকা (উত্তর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার খোজিন্তা আখতারকে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে, চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার এইচ এম শরিফুল হাসানকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার এসএম শামসুজ্জামানকে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে।