কলেজ অধ্যক্ষ হামলার প্রতিবাদে মানবন্ধন গ্রেফতার দাবি

সিলেট কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের উপর ক্ষতিপয় বহিরাগত সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে কলেজের ছাত্র শিক্ষক কর্মচারীদের উদ্দোগে বিক্ষোভ মিছিল কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয় পরে উপজেলা সদরে প্রদক্ষিণ করে।

এসময় ছাত্র ছাত্রী ও শিক্ষকরা ভিবিন্ন রকম শ্লোগান দিতে থাকে.অধ্যক্ষের উপর হামলা সইবেনা বাংলা.সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও.দাবি মোদের একটাই প্রশাসন জবাব চাই.দাবি মোদের একটাই সন্ত্রাসীদের বিচার চাই.আর নয় সন্ত্রাস রুখে দাড়াও ছাত্র সমাজ।

উপজেলা পরিষদ ভবনের সামনে দাড়িয়ে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মোঃ নওশাদ হোসেন. ভারপ্রাপ্ত অধ্যক্ষ,সভা পরিচালনা করেন প্রভাষক আব্দুর রশীদ,এসময় বক্তব্য রাখেন বিপ্রেশ রঞ্জন রায়, জয়নাল আবেদীন, আব্দুর রাশিদ, জাহাঙ্গীর সেলিম, শামীম আরা বেগম, শেখ মোঃ জাকির হোসেন, ইকবাল হোসেন,উজ্জল চৌধুরী, গিয়াস উদ্দিন, কমলেশ বিশ্বাষ, ইন্তাজ আলী, আব্দুল হামিদ, জসীম উদ্দিন, আমজাদ আলী (ক্রীড়া শিক্ষক) সাজ্জাদুর রহমান, প্রধান শিক্ষক বর্ণী উচ্ছ বিদ্যালয় মোঃ বদরুল আলম, (সহকারী শিক্ষক) বিয়াম গার্লস ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক, অসীত চন্দ্র বিশ্বাস, শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনর আলী,আলাল হোসেন,লিয়াকত আলী,আবুল হাসেম,জসিম উদ্দিন,ইমান উদ্দিন রাসেল আহমদ,সোহরাব হোসেন,সাচ্চা মিয়া, সহকারী শিক্ষক ফেদারগাঁও উচ্চ বিদ্যালয়।

এসময় উপস্হিত বিক্ষোবকারী শিক্ষক ছাত্র ছাত্রীদের শান্তনা দেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো.আবুল লাইছ, সকলের উদ্দেশে বলেন আপনারা ধৈর্য ধরুন আইন তার নিজ গতিতে চলবে, অপরাধী যতো শক্তিশালী

হোক তাদের কাউকে ছাড় দেয়া হবেনা তিনি উল্লেখ্য করেন আইনের উর্ধে কেউ নয়, একজন অধ্যক্ষের উপর হামলায় হতবাক ও প্রকাশ করেন ইতিমধ্যে দুজন আসামীকে পুলিশ গ্রেফতার করেছেন বলে জানান।

অধ্যক্ষ নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে আগামীকাল ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আরো বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক.ফখরুল ইসলাম নোমান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান জয়, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি আলমগীর বাদশা। সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জৈন উদ্দিন, আরিফ আহমদ রানা, জিলাল আহমদ, আমির খসরু হৃদয়, রেজাউল ইসলাম, আলিম উদ্দিন,প্রমুখ।