কৃষিতে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি খাদ্য উৎপাদনকারি দেশ হিসাবে দশম স্থানে রয়েছে

ভোলা প্রতিনিধি: ভোলায় জলবায়ু অভিযোজন বিষয়ক মাঠ ফসলের গবেষনার সার সংক্ষেপ উপস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুলাই (মঙ্গলবার) ইসলামিক রিলিফ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক।

গবেষনার সার সংক্ষেপ উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের। এসময় আরো বক্তব্য রাখেন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসার ড. মোঃ আবদুল মোমেন মিঞা ইসলামিক রিলিফের কান্ট্রি ডিরেক্টর গোলাম মোঃ মোতাছিম বিল্লাহ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা।

বক্তরা বলেন,বর্তমানে কৃষিতে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি খাদ্য উৎপাদনকারি দেশ হিসাবে দশম স্থানে রয়েছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারনে কৃষি উপাদন চ্যালেঞ্জ হয়ে দারিয়েছে। তাই এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে কৃষকদেরকে আধুনিক প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত করতে হবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইসলামিক রিলিফের প্রকল্প সমন্বয়কারী আবু নুর মোঃ খালিদ।