টাঙ্গাইল জেলা পুলিশ এর মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল এর পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় এর সভাকক্ষে আজ মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অপরাধ সভায় টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার ও তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করা হয়। এ সময় সভায় আরোও উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) জনাব মোঃ আহাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রেজাউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) জনাব মোঃ মাসুদুর রহমান মনির, সহকারী পুলিশ সুপার(সদর) জনাব মোঃ মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল)) জনাব মোঃ কামরান হোসেন, ডিআইও-১, ওসি ডিবি, টিআইসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

টাঙ্গাইল এর পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন যে, যেকোনো মূল্যে টাঙ্গাইল জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। ইভটিজিং এর বিরুদ্ধে জেলা পুলিশ সর্বোচ্চ সর্তক রয়েছে। যখনই এধরনের কোন অভিযোগ পাওয়া যাচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্হা গ্রহণ করছি।