ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্ম্বালম্বীদের শ্রী শ্রী জগন্নাথের রথ যাত্রা মহা মহোৎসব অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিযায় মধুপুর কাকলী সার্বজনীন হরিমন্দির প্রাংগনে সনাতন ধর্ম্বালম্বীদের শ্রী শ্রী জগন্নাথের রথ যাত্রা মহা মহোৎসব অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই (শনিবার) দুপুর ১টায় ভেলারহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র রায়ের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিদন্ডী স্বামী ভক্তি সুহৃদ মুনি মহারাজ শ্রী শ্রী গৌরাঙ্গী রাধা দয়াময় জীউ গৌরী মাঠ, আটোয়ারী, পঞ্চগড়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী পাদ নর নারায়ন দাসধিকারী ধর্মপুর, শ্রী পাদ নয়নানন্দ দাসধিকারী দক্ষিন বটিনা, শ্যামলাল আগরওয়াল বিশিষ্ট সমাজসেবক রুহিয়া, শ্রীমতি অঞ্জনি সেন রুহিয়া, ঠাকুরগাঁও পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক তপন কুমার রায়, রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝাঁ, ঠাকুরগাঁও সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রামকৃষ্ণ রায়, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন, পুজা উদযাপন পরিষদ রুহিয়া শাখার সভাপতি আশিনী চন্দ্র বর্মন প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথের রথ কেউ স্পর্শ করলে সব পাপ মুক্ত হয়। এর আগে রথযাত্রাটি দুপুর ১২টার সময় ধর্মপুর হতে ঢোলারহাট হয়ে মধুপুর কাকলী অনুষ্ঠান স্থলে পৌছায়। পুজা আর্চনা ও অনুষ্ঠান শেষে বিকাল ৫টার সময় রথযাত্রাটি মধুপুর কাকলী হতে ঢোলারহাট হয়ে জিতেন মাস্টারের বাড়ীতে গিয়ে শেষ হয়।

এ সময় সনাতন ধম্বালম্বীদের হাজারো নারী-পুরুষ, শিশুরা রথযাত্রায় অংশ গ্রহন করেন । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, কৃপাসিন্ধু দাস ব্রম্মচারী, প্রকাশ চন্দ্র বর্মন, জয় নারায়ন দাস, চিত্র চন্দ্র রায়, নারায়ন চন্দ্র রায়, সূর্য বর্মন, চৈতন্য বর্মন, সুজন চন্দ্র বর্মন ও রবি রাম রায়। সৌজন্যে, কৃষ্ণ জুয়েলার্স।