ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই,কিন্তু অক্ষত রয়েছে কোরআন শরীফ

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বিদ্যুতের সর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডে একটি বসতবাড়ি ভষ্মিভুত হয়েছে। এতে ঐ বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র, কাপড় ও নগদ টাকাসহ অন্তত ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে সবকিছু পুড়ে গেলে ও পুড়েনি ঘরের কোরআন শরীফটি।

১৪ জুলাই শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ভষ্মিভুত বাড়িটি মরহুম সাদেকুল ইসলাম (শান্তি)’র ছেলে সেতাবুল ইসলাম সজীবের। সজীব বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরি করেন। তিনি ঢাকায় থাকেন।

সজীবের ছোটবোন সিমু আক্তার জানান, সকালে বাড়ীর দরজা বন্ধ করে কলেজে যাই। এ সময় বিদ্যুতের সর্টসার্কিট হয়ে আগুন লেগে সেটি মুহুর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পরে। এ সময় স্থানীয়রা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় ঘরের ভেতর আসবাবপত্র, কাপড়, খাদ্যপণ্য ও নগদ টাকাসহ অন্তত ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি এবি এম সাজেদুল ইসলাম।