ঠাকুরগাঁওয়ে মহানায়ক রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ষাটের দশকের বাংলা চলচিত্রের মহানায়ক রহমানের মৃত্যুবাষিকীতে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কর্নেট সাংস্কৃতিক সংসদ ও রহমান স্মৃতি সংরক্ষণ পরিষদের যৌথ আয়োজনে ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সাধারন পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। ঠাকুরগাঁওয়ের প্রবীন শিক্ষাবীদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ মনোতোষ কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।

এসময় আরো বক্তব্য দেন নায়ক রহমানের বাল্য কালের সহপাঠী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নিচি, কর্নেট সাংস্কৃতি সংসদের সহ সভাপতি এবিএম সিদ্দিক বাবু , কর্নেট সাংস্কৃতি সংসদের প্রাক্তন সভাপতি সাজেদুর রহমান সাজেদ, রহমান স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী।

বক্তারা ষাটের দশকের বাংলা চলচিত্রের মহানায়ক রহমানের স্মৃতিচারন করতে গিয়ে অভিযোগ করে বলেন , বাংলা চলচিত্রের শুরুর দিকে দেশবরেণ্য নায়ক ছিলেন রহমান। বাংলা চলচিত্রকে একটি নতুন দীশায় পরিচালিত করতে অক্লান্ত প্রচেষ্টা করেছেন তিনি। অভিনয় করতে গিয়ে বরণ করেছেন পঙ্গুত্বকে। অথচো দেশ বরেন্য এ শিল্পীর স্মৃতি সংরক্ষণে দেশে চলচিত্র অঙ্গনে তেমন কোন উদ্দোগ নেই বললেই চলে।

উল্লেখ্য, দেশ বরেণ্য এ শিল্পী তার অভিনিত চলচিত্র দিয়ে বাংলাদেশ ছাড়াও ভারত উপমহাদেশের দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন সফলতার সাথে। তার অভিনিত চলচিত্র গুলির মধ্যে এদেশে তোমার আমার, চান্দা, দর্শন, হারানো দিন, জেয়ার ভাটা, তালাশ, মিলন, বাহানা উল্লেখযোগ্য।