নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

ফারমান আলী,নওগাঁ: বর্নাঢ্য র‌্যালী, ফিতা কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বর্নাঢ্য র‌্যালীর উদ্ধোধন, ফিতা কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি।

জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, সহকারী বন সংরক্ষক এ কে এম রুহুল আমিন, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোস্তাক হোসেন প্রমুখ।

মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষসহ ব্যক্তি মালিকানাধীন প্রায় ৫০টি ষ্টলে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারাসহ নানারকম ফুলের চারার সমারোহ ঘটে।