বগুড়ার কাহালুতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ বগুড়া প্রতিনিধি: অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার সকালে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, মমতা আরজু কবিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুল আলম. সহকারি উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার আব্দুস সাত্তার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, আব্দুল জলিল, শফিকুর রহমান, মহিবুল ইসলাম সহ কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ।

৩ দিনব্যাপী এ ফলদ বৃক্ষ মেলায় ২৫টি স্টল অংশগ্রহণ করেছে। এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।