বন্দরে কোটি টাকার প্রসাধনী জব্দ

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো: দুবাই থেকে আনা ১ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার প্রসাধন সামগ্রী আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
বৃহস্পতিবার (২৬ জুলাই) চট্টগ্রাম বন্দরে চালানটির কায়িক পরীক্ষায় ১৫ ধরনের বিভিন্ন ব্রান্ডের প্রসাধন পাওয়া যায়।

এর মধ্যে যুক্তরাজ্যে তৈরি স্যাম্পু, বডি ওয়াশ, লোশন, অলিভ অয়েল, চুলের ক্রিম, পাউডার, পারফিউম, শেভিং জেল, আফটার শেভ লোশন, ফেস ওয়াস ইত্যাদি রয়েছে।

যেগুলোর আমদানিমূল্য ৪৫ লাখ ৫০ হাজার টাকা। সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ ৬৭ লাখ ২০ হাজার টাকা। কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, নগরের আগ্রাবাদ এলাকার একজন আমদানিকারক দুবাই থেকে নিজের ব্যবহারের পণ্য ঘোষণা দিয়ে গত ২৭ এপ্রিল এসব পণ্য আমদানি করে।

এরপর থেকে এ পর্যন্ত বিল অব এন্ট্রি জমা পড়েনি। তাই এআইআর শাখার কর্মকর্তাদের সন্দেহ হলে চালানটি কাস্টমস হেফাজতে রাখা হয়। সর্বশেষ শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। তিনি আরো জানান, ১০ টনের বেশি ওজনের ১৫ ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধন সামগ্রী পাওয়া গেছে। এসব প্রসাধনী ৯০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত শুল্কায়ন যোগ্য।