বাগাতিপাড়ায় বৃক্ষ মেলার উদ্বোধন

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতনিধি: অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জুলাই) সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম।

উদ্বোধন শেষে মেলায় স্থান পাওয়া বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের ১৭ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে এক র‌্যালি গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা জিমনেসিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মেরিনা সুলতানা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়া, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, উপজেলা যুবলীগ সাবেক সাধারন সম্পাদক এস এম সাদেকুর রহমান।

স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমাইয়া শারমিন। অনুষ্ঠানে উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ টি করে বিনামূল্যে গাছের চারা প্রদান করা হয়।