বাগেরহাটে ৭ দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার স্বাধীনতা উদ্যানে ফিতা কেটে মেলার উদ্বোধন করে সমাজ কল্যান মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি।

এর আগে পুরাতন জেলখানার সামনে থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।

স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দিন, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. মাহমুদুল হাসান, সমাজিক বন বিভাগের ডিএফও মোঃ সাইদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মোজাফফর হোসেন প্রমুখ। সপ্তাহব্যাপী এ মেলায় ফলজ ও বনজ বৃক্ষের ২০টি স্টল অংশ নেয়।