বেনাপোলে পরিত্যক্ত অবস্হায় ৪২২ বোতল ফেন্সিডিল উদ্ধার

জয়নাল আবেদীন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্হায় ৪২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড(বিজিবি)সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার (২৪জুলাই) রাত ৩টার দিকে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই ফেন্সিডির উদ্ধার করে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপনে খবর আসে সীমান্ত পথে বাংলাদেশে ফেনসিডিলের একটি বড় চালান প্রবেশ করবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বৃদ্ধি করে। এক পর্যায়ে চোরাচালানীরা ভারত সীমান্তবর্তী এলাকা শিকড়ী মাঠ অতিক্রম করার সময় বিজিবি তাদের ধাওয়া করলে মাথা থেকে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে পরিতাক্ত অবস্থায় ৪২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বেনাপোল ক্যাম্প কমান্ডার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।