বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে মোবাইল ও কাপড় জব্দ

জয়নাল আবেদীন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে দামী মোবাইল ও উন্নতমানের জার্সি কাপড় জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। রোববার (২৯ জুলাই)বিকালে এ পন্য জব্দ করা হয়।

কাষ্টমস সুত্র জানায় ভারত থেকে নিয়ে আসার সময় সাকিল আহম্মেদ নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ৫০ টি উন্নতমানের দামী মোবাইল ও উন্নত মানের ৫০ কেজি জারসি কাপড় জব্দ করেন কাষ্টমস কর্মকর্তারা। সাকিল আহমেদ মুন্সীগঞ্জ জেলার মুছা আব্দুল্লাহর ছেলে। তার পাসপোর্ট নং বিটি- ০১৫২৮১২।

কাস্টমস ইন্সপেক্টর হাফিজুর রহমান বলেন, স্কানিং মেশিন থেকে ব্যাগ বের হওয়ার পর ব্যাগ তল্লাশি করে উন্নত মানের ৫০ টি মোবাইল ফোন ও ৫০ কেজি জারসি কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্য সাওমি নোট-৫ প্লাস ১৫ টি এবং হাওয়াই (হনোর) নাইন ৩৫ টি সহ মোট ৫০ টি দামী মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধরকৃত মোবাইল বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান। সুত্র জানায় কাস্টমস সুপার রাজিয়া সুলতানার উপস্থিতিতেই মোবাইল সেট ও জার্সি কাপড় জব্দকরা হয়েছে ।