মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুক স্টাটাসে ছাত্রলীগ নেতা গ্রেফতার

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম এবং তাঁর প্রতিষ্ঠিত চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন। শনিবার নগরীর হামজারবাগ এলাকার বাসা চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্র জানায়, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মোহাইমিনুল ইসলাম রাহিমের বিরুদ্ধে মামলা করেন হাজেরা তজু কলেজের কর্মকর্তা আব্দুল করিম। মোহাইমিনুল চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র।
তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে সংগঠন সূত্রে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে মাসলা হওয়ায় মোহাইমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছি। আগামীকাল রোববার রিমান্ড শুনানি হবে।