মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সামাজিক ঐক্যবদ্ধতার মাধ্যমে সম্ভব শেখ সারহান নাসের তন্ময়

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাটপ্রতিনিধি: সামাজিক ঐক্যবদ্ধতার মাধ্যমে মাদক,সন্ত্রাস,জংগিবাদ দমন সম্ভব।বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩ জুলাই বিকালে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধ সভায় বঙ্গবন্ধুর দৌহিত্র ও বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের পুত্র শেখ সারহান নাসের তন্ময় এ কথা বলেছেন।

তিনি আরো বলেন মাদকের সংক্রমণ ক্যান্সারের মত ছড়ায়,সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাদক সেবীকে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। এছাড়া সন্ত্রাস,জঙ্গিবাদ দমনে সবাইকে একসাথে কাজ করতে হবে।

কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন।

এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য এড. মীর শওকত আলী বাদশা,পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদা আক্তার বানু, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিন হোসেন, জেলা তাঁতি লীগের সভাপতি তালুকদার আবদুল বাকি, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা যুবলীগ এর সভাপতি সর্দার নাসির হোসেন, কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম মাহফুজুর রহমান সহ আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা।