রেল দূর্ঘটনা রোধে সিংড়ার যুবক মিঠুনের রেল সিগন্যাল আবিস্কার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর শহরের গোডাউন পাড়া মহল্লার যুবক মনোয়ার হোসেন মিঠুন। তাঁর আবিস্কৃত রেল দূর্ঘটনা রোধে রেল সিগনাল প্রতিটা জংশনে ব্যবহার করলে রেলের যেকোন স্লিপার কিংবা পাটাতন বিচ্ছিন্ন থাকলে সিগন্যাল দিবে।

মিঠুন গোডাউন পাড়ার মৃত রওশন আলীর ছেলে। সে পেশাগতভাবে পল্লী বিদ্যুতের টেকনেশিয়ান হিসেবে কাজ করতো। ২০০৫ সাল থেকে মিটাররিডার হিসেবে কর্মরত।

মিঠুন বলেন, কর্মের সুবাদে রেলে ভ্রমনকালীন বারবার মনে হয়েছে যদি দূর্ঘটনা ঘটে প্রানহানি ঘটে এ থেকে উত্তরণ করা দরকার, দীর্ঘ ৫ বছর থেকে এ বিষয়ে রিসার্চ করে প্রযুক্তি ব্যবহার করতে থাকি।

দীর্ঘদিনের গবেষণায় এবছর জুলাই মাসে এটার সফলতা ফিরে পায়। তিনি আরো জানান, সরকারীভাবে আমাকে পরীক্ষামূলক সুযোগ দিলে শতভাগ বাস্তবে রুপ দেয়া সম্ভব।