লালপুরে মজুরী কমিশন ঘোষণায় শ্রমিক কর্মচারীদের আনন্দ মিছিল

নাটোর প্রতিনিধি: বাংলার মেহনতি মানুষ এক হও,আখ লাগাও শিল্প বাঁচাও এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ এর প্রতিবেদন অনুযায়ী নতুন মজুরী (বেতন স্কেল) ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল ও প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতা জনিয়েছেন নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীরা।

এ উপলক্ষে সোমবার (১৬ জুলাই) সকালে নর্থ বেঙ্গল সুগার মিল থেকে শ্রমিকরা আনন্দ মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক সমূহ প্রদক্ষিণ করে মিলের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল ঘোষণা হলেও রাষ্ট্রায়াত্ব কল-কারখানার শ্রমিকদের শ্রমিকদের মজুরী স্কেল ঘোষণা হয়নি। সোমবার (২ জুলাই) মন্ত্রীসভায় সেটা আনুমোদন দেওয়া হয়।