শার্শায় চালিতাবাড়িয়া আরডি মাধ্যামিক বিদ্যালয়ে আবারোও সভাপতি হতে প্রধান শিক্ষককে হুমকি

বেনাপোল প্রতিনিধি: মোটা অংকের অর্থ হাতিয়ে নিতে শার্শার চালিতাবাড়িয়া আর ডি মাধ্যামিক বিদ্যালয়ে আবারো সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছেন অনিয়ম ও দূর্নীতি করে কোটিপতি বনে যাওয়া বহু অপকর্মের হোতা কায়বার চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু। কেউ কেউ বলছেন বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৭৫ লাখ টাকা থেকে মোটা অংক হাতিয়ে নিতে তিনি সভাপতি হতে উঠে পড়ে লেগেছেন।

সূত্র বলছে, সম্প্রতি তিনি তার বাহিনী নিয়ে বিদ্যালয়ে যেয়ে গালিগালাজ করে ১ আগষ্টের মধ্যে তাকে সভাপতি বানিয়ে কমিটি গঠন করতে হুমকি দিয়ে আসেন প্রধান শিক্ষককে। ফলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সহ অভিভাবক মহলে চরম হতাশা বিরাজ করছে।

প্রধান শিক্ষক বিদ্যালয়ের বর্তমান আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলকে বিষয়টি অবহতি করেছেন। জানা গেছে, যশোরের শার্শার চালিতাবাড়িয়া আর.ডি মাধ্যামিক বিদ্যালয়ে এর আগেও সভাপতি থাকা কালীন সময়ে তিনি অনিয়ম ও ঘুষ দূর্নীতির মাধ্যমে ১৭ জন শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। কিন্তু বিদ্যালয়ের ফান্ডে একটি টাকাও জমা না দিয়ে ১ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ছাড়া এই বিদ্যালয়ের ৫০টি জমি বরাদ্দ দিয়ে ফান্ডে টাকা জমা না দিয়ে এখান থেকেও ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। যা তদন্তে প্রমানিত হলে তার সভাপতি পদ বাতিল হয়ে যায়।এদিকে এবার এ বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বরাদ্দ হয়ে আসা ২ কোটি ৭৫ লাখ টাকা থেকে মোটা অংক টাকা হাতিয়ে নিতে তিনি পুনরায় সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছেন।

যার জন্য তিনি গত বুধবার স্কুল চলাকালীন সময়ে স্বদলবলে প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমের রুমে যেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার উপর প্রভাব খাটিয়ে ১ আগষ্টের মধ্যে কমিটি গঠনের জন্য হুমকি ধামকি প্রদান করেন। প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম বলেন চেয়ারম্যান আমার অফিসে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং আগামী ১ আগষ্টের মধ্যে কমিটি করতে আমাকে হুমকি দিয়েছেন। বিষয়টি বিদ্যালয়ের বর্তমান আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহতি করা হয়েছে।

এব্যাপারে কায়বার চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর মুঠো ফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন কেটে দেন। বিষয়টি নিয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, আমার কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।