শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ এখন অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ বললেন এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছেন। সেই ধারাবাহিকতায় স্বাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যালয়ে ভর্তির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার দ্রুত কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই সারা বিশ্বের কাছে রোল মডেল এখন বাংলাদেশ।

একদশকে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন অর্থনৈতিক প্রবৃদ্ধিও টেকসই। শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনে বাংলাদেশ ছুঁয়েছে নতুন মাইলফলক। যার ফলস্বরূপ বাংলাদেশে দারিদ্র্যের হার এক-তৃতীয়াংশে কমেছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে লৈঙ্গিক সমতা বিধান এবং মাতৃমৃত্যু ৪০ শতাংশ কমানোর মতো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

মাথাপিছু মোট জাতীয় আয় ও দ্রুত বেড়ে ওঠা প্রবৃদ্ধিসহ সফলতার সাথে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শনিবার ২১ই জুলাই তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আনন্দ র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

২০১৮ সালের প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ ভোলা জেলায় ১ম স্থান অর্জন করায় কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করেন। এ সময় এমপি শাওন আরো বলেন, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ প্রতিষ্ঠা হওয়ার প্রথম ধাপে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা ভোলা জেলায় ১ম স্থান অর্জন করেছেন এ অর্জন আমাদের জন্য অনেক গৌরবের।

৬৭জন শিক্ষার্থীর মধ্যে ৬৬ জন শিক্ষার্থী পাশ করেছে তাদের পাশের হার ৯৮.৫১%। এ কলেজের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং পরিচালনা পর্ষদের দূরদর্শীতায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রইলো। আগামীতে যেনো এখানকার শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে পারে এ ব্যাপারে শিক্ষক ও অভিবাবকের সুদৃষ্টি এবং সহযোগীতা কামনা করেন তিনি।

কলেজের অধ্যক্ষ জনাব হেলাল উদ্দিন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য নাসিম হাওলাদার সহ শিক্ষক শিক্ষার্থী এবং অভিবাবক বৃন্দ।