শিবগঞ্জের মর্দানায় গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৫ জন নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মর্দানা নামোটোলা গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজের পর গোপন বৈঠক চলাকালীন সময়ে জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান, বুধবার মাগরিবের নামাজের পর জামায়াতের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিক্তিতে আমার নেতৃত্বে থানার ওসি (তদন্ত) মো. মাহতাব হোসেন, এসআই বাবুল, এসআই গোলাম মোস্তফা, এসআই শফিউল সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিহাদি বইসহ ১৫ জন জামায়াত নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা- উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের মৃত শুকুরুদ্দিনের ছেলে ৬ মামলার আসামী আবু বক্কর জেন্টু(৪০), মর্দানা গ্রামের ইকবাল মাস্টার(৩৫), হুমায়ুন কবির টিপু(৪৯), নুজরুল ইসলাম নুজু(৫০), সেলিম আলী(২৪), নুজরুল হক(৪০), মোয়াজ্জিন হোসেন কাজু(৫৫), আলম(৫০), গোলাম মোস্তফা(৩৮), দেলজাহান ঝড়ু(৬৫), আব্দুল লতিফ(৫২), ভোদু(৪৫), আব্দুর রশিদ অহাব(৩৬), আবু বক্কর মন্টু(৫৬), একবর আলী(৪২)।

এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।