শুকনো মরিচের পাইকারি বাজার দর কিছুটা বৃদ্ধি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা য় গত বছরের তুলনায় এ বছরে শুকনো মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য কৃষকের মুখে হাসি পরিলক্ষিত করা গেছে।

গত বছরে শুকনো মরিচ প্রতিমণ ৪৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত যে শুকনা মরিচ বিক্রি হয়েছিল সে শুকনো মরিচ এই বছরে ঠাকুরগাঁও জেলায় বৃহত্তম শুকনা মরিচের বাজার ভাউলার হাট, প্রতি মন শুকনা মরিচ বিক্রি হয়েছে ৫০০০ হাজার টাকা থেকে শুরু করে ৫৪০০ টাকা এবং পাশাপাশি পীরগঞ্জ থানা জনগাও হাটে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে শুকনামরিচ।

কৃষক সামশুল বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে মরিচে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়েছে সেজন্য একটু দাম বেশি এবং আবাদ ও ভালো হয়েছে। এজন্য আমরা খুশি তবে ঠাকুরগাঁও শিবগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম বলেন গত বছরে আমরা যে সুকনো মরিচ কিনেছিলাম ৪৫০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে।

সেই মরিচ এ বছরে আমাদেরকে বেশি দামে অর্থাৎ প্রতি মন পাঁচ হাজার দুই শত টাকা থেকে ৫৪০০ টাকা পর্যন্ত ক্রয় করতে হচ্ছে। আমরা সাধারণত এই সিজনে শুকনা মরিচ স্টক করে থাকি। কৃষক এবং ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী বছরে শুকনো মরিচের দাম আরও বৃদ্ধি পেতে পারে।