এস.এম.মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এক শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির, সেচ্ছাসেবক লীগের সভাপতি এপোলো শাহ্ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এরপর বেলা ১১ টায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পূষ্পার্ঘ অর্পন করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত র্যালি ও আলোচনা সভায় ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সকাল ৭টা থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন করেন।