রাজীবপুর ও রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ক্রিকেট আর ফুটবলের ভিরে গ্রামীন ঐতিহ্যবাহী খেলা গুলো বিলুপ্ত প্রায়। এযুগের শিশুরা ঘোড় দৌড়, হাডুডু, গোল্লাছুট, বউছিঁ মত গ্রামীন খেলা গুলো সমন্ধে অনেকেই জানে না। হারিয়ে যাওয়া খেলা গুলো ফিরিয়ে আনতে রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গী যুব সমাজের উদ্যোগে আযোজন করা হয় ঘৌড় দৌড় প্রতিযোগিতা।
গত কাল শুক্রবার অনুষ্ঠিত ওই ঘৌড় দৌড় প্রতিযোগিতায় ৫০ জন ঘোড় সওয়ার অংশ্রগ্রহনকরে।প্রতিযোগিতায় বিজয়ী হয় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নজরুল ইসলাম,দ্বিতীয় স্থান অধিকার করে একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আব্দুল কাদের।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম,উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার,রাজীবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল।যুবলীগ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সোহাগ প্রমুখ।
খেলা দেখতে আসা সামছুল আলম নামে এক ব্যাক্ত বলেন আগে কত ঘোড়া খেলা হইত, এহন পেলাপান খালি ক্রিকেট আর ফুলবল কেলা দেহে আগের পুরানা খেলা আর কেউ দেহে না। সুপ্ত নামের ৭ বছর বয়সী এক শিশুর খেলা কেমন লাগল জানতে চাইলে তিনি বলেন ঘোড়া খেলা টিভিতে দেখছি এই প্রথম মাঠে দেখলাম খুব ভাল লেগেছে।
শিবেরডাঙ্গী যুব সমাজের সভাপতি আব্দুল করিম বলেন বর্তমান প্রজন্ম আধুনিক খেলা সম্পর্কে বেশি আগ্রহী।আমাদের গ্রামীন সংস্কৃতির সথে মানানসই পুরোনো খেলা গুলো সমন্ধে তারা তেমন জানে না তাই এই ঘৌড় দৌড় প্রতিযোগিতার অয়োজন করেছি আমরা।