মো.আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি: জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে হবে। সেই সাথে সর্বস্থরের জনগনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলীয় এই সভাপতি আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ১৪ দলীয় জোট সরকারের উন্নয়নের ধারা অব্যহাত রাখতে এবং জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের মনোনিত নাটোর -১ (লালপুর বাগাতিপাড়া) আসনের প্রার্থী ইঞ্জিঃ মোঃ মোয়াজ্জেম হোসেন কে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য দলের নেতাকর্মীকে নির্দেশ প্রদান করেন।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) জাসদের সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু’র নিজ বাসভবনে নাটোর ১ আসনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় ও সৌজন্ন সাক্ষাৎ কারের সময় তিনি এই সকল কথা বলেন ও জাসদের পক্ষ থেকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) বাসীকে ঈদের শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় জাসদের মনোনিত নাটোর -১ লালপুর বাগাতিপাড়া আসনের প্রার্থী ইঞ্জিঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, জাসদের বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি ফারুক আলম মুকুল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লালপুর থানা জাসদের মুখ্য আহবায়ক আব্দুল হালিম উপস্থিত ছিলেন।